প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩য় ধাপে প্রাথমিকের ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। আজ ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ব্যাতীত) চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়। এতে উত্তীর্ণ হন ৬৫৩১ জন। পরবর্তীতে ১৯ নভেম্বর নির্বাচিত প্রার্থীদের নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ২৩ জুলাই ২০২৪ তারিখে কোটা পদ্ধতি সংশোধনের পর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুসারে ২০১৮ সালের ৪ অক্টোবরের জারি করা পরিপত্রসহ আগের এ-সংক্রান্ত সব পরিপত্র, প্রজ্ঞাপন বা আদেশ রহিত করা হয়। ফলে আগের সকল আদেশ বাতিল করা হয়। তবে প্রাথমিকের ৬৫৩১ জন নির্বাচিত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে পূর্বের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুসরণ করা হয়। যেখানে নারী কোটা ৬০ শতাংশ, পোষ্য কোটা ২০ শতাংশ এবং অন্যান্য কোটায় ছিলো ৪ শতাংশ। যার ফলে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। তখন সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছিলো।
Leave A Comment