প্রিয় চাকরির প্রার্থীগণ ৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকারী কর্ম কমিশন পিএসসি। নতুন প্রজ্ঞাপন অনুসারে বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ২৬ জন, পররাষ্ট্র ক্যাডারে ৩ জন এবং পুলিশ ক্যাডারে ৮ জন প্রার্থী বাদ দেয়া হয়েছে বলে জানা যায়। ৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন অনুসারে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন মোট ১,৮৯৬ জন প্রার্থী। গতকাল ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে পিএসসি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

এর পূর্বে ৪৩ বিসিএস থেকে ২১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছিলো পিএসসি। পরবর্তীতে ১৫ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২০৬৪ জন প্রার্থী নিয়োগ দেয়া হয় এবং বিভিন্ন ক্যাডারে ৯৯ জন প্রার্থীদের সুপারিশ বাতিল করা হয়। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে মোট বাদ পড়েছেন ২৬৭ জন প্রার্থী।

Install Live MCQ App