প্রিয় চাকরির প্রার্থীগণ,আপনারা জেনে আনন্দিত হবেন যে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত হয়েছে। অল্পের জন্য যারা কাঙ্ক্ষিত সরকারি চাকরি টি পান নি তাদের জন্য সুখবর! এছাড়াও করোনা মহামারি সহ বিভিন্ন কারনে যাদের পড়াশোনা শেষ হতে কিছুটা দেরী হয়ে গেছে তাদের জন্যও এটি একটি দারুণ সুযোগ।
আজ ৩১ অক্টোবর ২০২৪ তারিখে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেয়া নতুন সিদ্ধান্ত অনুসারে একজন প্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে এর পূর্বে গত ২৪ অক্টোবর ২০২৪ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষা দিতে পারবে বলে বিধি সংযোজন করা হবে বলে জানানো হয়। পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে আজ নতুন বিধি সংযোজন করা হয়েছে।
Leave A Comment