প্রিয় চাকরি প্রার্থীগণ বিসিএস পরীক্ষার জন্য আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি গ্যাজেট প্রকাশ করে এই তথ্যটি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই গ্যাজেটের মাধ্যমে পূর্বের বেশকিছু বিষয় সংশোধন পূর্বক বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারন করা হয়েছে।
উল্লেখ্য যে এর আগে ৯ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন শুরুর মাত্র ১ দিন পূর্বে ৪৭তম বিসিএস আবেদন কার্যক্রম টি স্থগিত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসি)। আবেদন স্থগিত করার প্রসঙ্গে পিএসসির এক কর্মকর্তা দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক কে জানান যে, অনিবার্য কারণ বশত ৪৭তম বিসিএস আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান মূলত সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর ঘোষনা আসলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি বলে ৪৭তম বিসিএসে আবেদন পেছানো হয়েছে। এছাড়া আবেদন প্রক্রিয়া চলমান রাখলেও এর মধ্যে ফি কমানোর প্রজ্ঞাপন জারি হলে টাকা ফেরত সংক্রান্ত জটিলতে রয়েছে। তাই প্রজ্ঞাপন জারি হলেই দ্রুত আবেদন কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। আজ এই প্রজ্ঞাপন টি জারি করার মাধ্যমে এই প্রক্রিয়া টি সহজ হয়েছে।
Leave A Comment