প্রিয় চাকরির প্রার্থীগণ গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পরেশন (বাংলাদেশ) লিঃ গাজীপুরে ৭৭ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত বেতনস্কেল এবং প্রচলিত বিধি অনুযায়ী অস্থায়ীভাবে নিয়োগ/প্যানেল প্রস্তুতির নিমিত্তে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে Online এ আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
আবেদন শুরুর তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ: ২১ অক্টোবর ২০২৪
আবেদনের বয়সসীমা: ৩০ বছর (মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ৩২ বছর)
বেতন স্কেল: ৯ম থেকে ২০তম গ্রেডের ভিত্তিতে
অনলাইনে আবেদনের লিংক: erecruitment.bb.org.bd
Ai job circular er jonno Kono short guidelines dite parben ki?
এটির জন্য আমাদের আলাদা কোনো পিডিএফ দেয়া হয় নি। আপনি চাইলে Live MCQ অ্যাপের PDF Section > Live MCQ টিম প্রণীত লেকচার > Live MCQ ও Live Written টিম প্রণীত পিএসসি নন ক্যাডার (৯ম-১৩তম গ্রেড) প্রিলি ও লিখিত প্রস্তুতির গাইডলাইন ফলো করতে পারেন।
এছাড়া, Live MCQ অ্যাপের ৯ম-২০তম গ্রেড > ৯ম-১৩তম গ্রেড/ ১৪ – ২০তম গ্রেডের > Routine ফলো করে আপনার প্রস্তুতি নিতে পারবেন।
প্রস্তুতি সংক্রান্ত সহযোগিতার প্রয়োজনে অনুগ্রহ করে সরাসর Live MCQ পেইজে মেসেজ দিন।
পেইজ লিংক: https://www.facebook.com/livemcq