প্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের জন্য সুখবর। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে বছরের শেষ সময়ে ৪৮১ টি শূন্য পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ৭ নভেম্বর ১৫ টি ক্যাটাগরিতে ৬০ টি শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৬ দিনের মধ্যে আরেকটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো সংস্থাটি। আজ ১৩ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৩ ক্যাটাগরিতে ৪৮১ টি শূন্য পদের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে সংস্থাটি।
এই ৩ ক্যাটাগরির মধ্যে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ৩০০ জন, সহকারী হিসাব রক্ষক / সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদে ১৫০ জন , সহকারী স্টোর কিপার পদে ৩১ জন (কম / বেশি) সংখ্যক জনবল নিয়োগ করার কথা উল্লেখ করা হয়।
৪৮১ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত
আবেদন শুরুর তারিখ: ১৭ নভেম্বর ২০২৪ (সকাল ১০:০০ ঘটিকা)
আবেদনের শেষ তারিখ: ০৭ ডিসেম্বর ২০২৪ (বিকাল ৫:০০ ঘটিকা)
অনলাইনে আবেদনের লিংক: http://brebhr.teletalk.com.bd/
আবেদনকারীর বয়সসীমা: ৩২ বছর
উল্লেখ্য যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী, বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে।
এক নজরে ৪৮১ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন
এছাড়াও শেষ সময়ে গত ৭ নভেম্বর ২০২৪ তারিখে ৬০ টি শূন্য পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে মোট ১৫ টি ক্যাটাগরির বিভিন্ন পদে এই জনবল নিয়োগ করা হবে।
যার মধ্যে সহকারী সচিব / সহকারী পরিচালক (প্রশাসন) পদে ১৬ জন, ফিল্ড গভেষণা কর্মকর্তা পদে ১ জন, সহকারী প্রোগ্রামার পদে ১ জন, সহকারী জিআইএস স্পেশালিষ্ট পদে ২ জন, টেবুলেটর পদে ২ জন, পরিদর্শন (বন / প্লান্ট) পদে ১ জন, হিসাবরক্ষক পদে ১০ জন, সহকারী হিসাবরক্ষক পদে ৫ জন, ল্যাবরেটরী টেকনিশিয়ান পদে ২ জন, ওয়্যারলেস টেকনিশিয়ান পদে ৩ জন, উচ্চমান সহকারী পদে ১ জন, ক্যাশিয়ার পদে ১ জন, ড্রাফটসম্যান পদে ৪ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদে ৭ জন এবং সোলার ইন্সপেক্টর পদে ৫ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
৬০ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত:
আবেদন শুরুর তারিখ: ১২ নভেম্বর ২০২৪ (সকাল ১০:০০ ঘটিকা)
আবেদনের শেষ তারিখ: ১১ ডিসেম্বর ২০২৪ (বিকাল ৫:০০ ঘটিকা)
অনলাইনে আবেদনের লিংক: http://brebr.teletalk.com.bd/
আবেদনকারীর বয়সসীমা: ৩২ বছর
উল্লেখ্য যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী, বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে।
এক নজরে ৬০ পদে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন
পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পরীক্ষা পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী সচিব/ সহকারী পরিচলক (প্রশাসন)-পরীক্ষা MCQ, Written ও Viva এই তিন পদ্ধতিতে হয়ে থাকে। সাধারণত MCQ পরিক্ষার ফলাফল যেদিন পরীক্ষা হয়, সেদিনই দিয়ে দেয়া হয়। তার পরদিন লিখিত পরীক্ষা হয় এবং ঐ একই সপ্তাহে ভাইভা হয়ে যায়। প্রশ্ন কর্তৃপক্ষ নিজেরাই প্রণয়ন করে থাকে। MCQ পরীক্ষাটি ৮০ নম্বরের হয়ে থাকে। যার মধ্যে বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-১০ এবং বিজ্ঞান, কম্পিউটার ও সাধারণ জ্ঞানে – ৪০ নম্বর থাকে। এবং কোন নেগেটিভ মার্কিং থাকে না। প্রশ্ন বেশিরভাগ জব সলিউশন বেইজড হয়। বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু কমন আসে। এছাড়া কিছু সাম্প্রতিক প্রশ্নে আসে। আমাদের ৯ম-১৩তম গ্রেড বাটন থেকে প্রস্তুতি নিলেই এনাফ!
Written পরীক্ষাটি সাধারণত ৮০ থেকে ১০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। যেখানে বাংলা ব্যাকরণ, বিরচন, রচনা/ফোকাস, অনুবাদ, ম্যাথ, টীকা, সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান প্রশ্ন, আর্গুমেন্ট, ক্রিটিক্যাল রিজনিং ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন এসে থাকে।
Good
🙂
বয়স সীমা ছাড়া কি চাকরির পদ আছে কোনো?
সরকারি,বেসরকারি সকল চাকরির ক্ষেত্রেই একটি নির্দিষ্ট বয়সসীমা দেয়া হয়ে থাকে। বয়সীমা ব্যাতীত কোন সার্কুলার দেয়া হয়না।
Vai HSC Theke apply korlew Ki exam viva hbe?
জি, ভাইভা হবে।
চাকুরীর বয়স যেটা ৩২ করা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩২ বছর কার্যকর হবে কি?
এই সার্কুলারে ১৭/১১/২০২৪ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হলে আবেদন করতে পারেবন। এছাড়া শুধুমাত্র প্রতিবন্ধি ও মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। অর্থাৎ এই সার্কুলারে সকলের জন্য ৩২ বছরের বিধি কার্যকর হবেনা।
Vai please reply korben..amder abedon er Somy vul korche Amer SSC results 4.39 Science. ETA thik ache..kintu Ami HSC fill-up korar Somy O vule Science 4.39 diye felchi..kintu Amer HSC result Arts 4.58. ekhn vaiya etar jnno Kono sommsha hbe naki..pls janaben.
আপনি যদি আবেদনের পর পেমেন্ট না করে থাকেন তাহলে তথ্যগুলো সঠিক করে পুনরায় আবেদন করুন। অন্যথায় ভাইভার আগ মূহুর্তে সংশ্লিষ্ট অধিদপ্তরের হেল্পলাইনে যোগাযোগ করে সংশোধন করে নিবেন।
ধন্যবাদ।
ভাইয়া রিপ্লাই করবেন প্লিজ, আমার এসএসসি রেজাল্ট গ্রুপ সায়েন্স, পয়েন্ট ৪.৩৯ দিছি।
আমার hsc রেজাল্ট : ৪.৫৮ গ্রুপ : আর্টস।
কিন্তু আমি ভুলেই এসএসসি এর রেজাল্ট এবং গ্রুপ টা hsc এর জায়গায় বসিয়ে দিছি। এখন কি সমস্যা হবে ভাইয়া?
আপনার আবেদনের পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে আপাতত প্রিলি ও লিখিততে অংশগ্রহণ করতে পারবেন, সমস্যা হবেনা।
তবে ভাইভার আগে সংশ্লিষ্ট অধিদপ্তরের হেল্পলাইনে যোগাযোগ করে সংশোধন করে নিবেন।
সহকারী পরিচালক পদে রাস্ট্রবিজ্ঞান থেকে আবেদন করা যাবে?
জি, পারবেন।
I am interested to do this work
অনলাইনে আবেদনের লিংক: http://brebr.teletalk.com.bd/
কাইন্ডলি উক্ত লিঙ্ক থেকে আবেদন করে নিন।
এখানে ছবিতে accountant’এর post 150 দেখাচ্ছে, কিন্তু link থেকে 10 টা দেখায়, kindly 150 post’এর. Link যদি দিতেন
আমি ৮ ম শ্রেনি পাস।। আবেদন করতে পারব
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদ অনুযায়ী আপনাকে সর্বনিম্ন এইসএসসি পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।