প্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের জন্য সুসংবাদ। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ৫১৬টি শূন্য পদ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। আজ ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী –
- অ্যাাসিস্টান্ট ম্যানেজার পদে – ৫ জন
- অ্যাাসিস্টান্ট ম্যানেজার (জিএসই) প্লানিং পদে – ১ জন
- অ্যাাসিস্টান্ট ম্যানেজার (জিএসই) কোয়ালিটি কন্ট্রোল পদে – ২ জন
- টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদে – ৫ জন
- এডমিন অ্যাসিস্ট্যান্ট পদে – ৩৩ জন
- প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে – ৬ জন
- প্ল্যানিং অ্যাসিন্ট্যান্ট জিএসই পদে – ১ জন
- জুনিয়র পেইন্টার পদে – ১ জন
- জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই পদে – ১ জন
- জুনিয়র বেঞ্চ ফিটার জিএসই পদে – ৭ জন
- জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর পদে – ২ জন
- জুনিয়র কার্পেন্টার জিএসই পদে – ২ জন
- ট্রাফিক হেলপার (ক্যাজুয়ারল) পদে – ৪৯৫ জন
সহ সর্বমোট ৫১৬ জন প্রার্থী নিয়োগ প্রদান করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত
পদ সংখ্যা: ৫১৬ জন
আবেদনের বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ
অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ: ২২ জানুয়ারি ২০২৪ তারিখ
অনলাইনে আবেদনের লিংক: http://bbal.teletalk.com.bd
permanent job or 3/4 year contract job? please ans
প্রথম ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হবে, এরপরে সন্তোষজনক হলে স্থায়ী করা হবে।
বিবাহিতরা আবেদন করতে পারবে?
এই ব্যপারে সার্কুলারে কিছু উল্লেখ করা হয়নি।
Amr apply korar somoy vul kora o level dici.but ami Bangla medium ar student. Ar ki kono solution aca?viva ar somoy ki kono problem hoba?
খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, তবে সমস্যা হতেও পারে। যেকোন চাকরির আবেদন করার সময় খুব সতর্কতার সাথে আবেদন করতে হয়।
আপনি ওদের অফিসে যোগযোগ করে এটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করতে পারেন।
ধন্যবাদ।