প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিনিয়র অফিসারের ১৫০ পদে পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পূবালী ব্যাংক পিএলসি (Pubali Bank PLC) এর বৈদেশিক বানিজ্য বিভাগকে আরোও দক্ষ করার লক্ষ্যে “সিনিয়র অফিসার” এর ১৫০টি পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। যারা ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি হতে পারে একটি সেরা সুযোগ।

আবেদনের নিয়মাবলী-

    • আবেদন করতে হবে অনলাইনে: https://www.pubalibangla.com/career
    • আবেদন ফর্ম পূরণ শেষে পাওয়া আইডি নম্বর সংরক্ষণ করুন
    • আবেদন শেষ সময়: ২০ জুলাই ২০২৫, বিকাল ৬টা
    • ৩০ জুন ২০২৫ পর্যন্ত সর্বোচ্চ বয়স: ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোনো বিষয়ে স্নাতকোত্তর (Masters) ডিগ্রি
  • একাডেমিক লাইফে কমপক্ষে ৪টি প্রথম বিভাগ/সমমানের GPA/CGPA
  • বিদেশি ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি অনুমোদিত সমতাসনদ আবশ্যক

অভিজ্ঞতা:

  • গার্মেন্টস এক্সপোর্ট (Backward & Forward Linkage) সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা
  • CDCS, CSDG, CETS, AIBB সনদপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন
  • ব্যাংকের অফিসার পদে কর্মরতরা আবেদন করতে পারবেন

সিনিয়র অফিসারের ১৫০ পদে পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Install Live MCQ App