প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরষ্কার হলো “বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার।” বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরষ্কার প্রদান করা হয়। সাহিত্যের মোট ৭ টি শাখায় এ পুরষ্কার দেয়া হয়। এটি ১৯৬০ সালে প্রবর্তিত একটি বাৎসরিক সাহিত্য পুরষ্কার।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ। এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পেয়েছেন ৭ জন সাহিত্যিক। গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪’-এর সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ অনুমোদন করে। বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

এক নজরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তদের তালিকাসহ বিস্তারিত দেখুন

Bangla Academy Literary Award 2024

উল্লেখ্য যে এর পূর্বে গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ২০২৪ ঘোষনা করা হয়েছিলো। পরবর্তীতে উল্লেখ্য ব্যক্তিবর্গের মধ্যে কারও কারও বিষয়ে কিছু অভিযোগ থাকার ফলে উক্ত তালিকাটি স্থগিত করে কর্তৃপক্ষ। পূর্বের তালিকা থেকে বাদ পড়া সাহিত্যকগণ হলেন- কথাসাহিত্যে সেলিম মোরশেদ, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ ও মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান।

Install Live MCQ App