প্রিয় চাকরি প্রার্থীগণ সদ্য অনুষ্ঠিত হয়ে গেলো আমেরিকার ৬০ তম প্রেসিডেন্ট নির্বাচন। সারা বিশ্বজুড়ে এই নির্বাচন ঘিরে উৎসাহ এবং উদ্দীপনা ছিল অনেক। আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এই নির্বাচনের যেমন প্রভাব রয়েছে ঠিক তেমনি বাংলাদেশের সরকারি চাকরির পরীক্ষায় এই নির্বাচনের গুরুত্ব রয়েছে অনেক। তাই চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সকল তথ্য নিয়ে সদ্য অনুষ্ঠিত হওয়া আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ এর একটি ইনফোগ্রাফি। আশাকরি এটি আপনাদের অনেক কাজে আসবে।
নব নির্বাচিত প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প (৪৭তম)
নির্বাচনের তারিখ: ৫ নভেম্বর, ২০২৪ (নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার)
আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা: ৬ জানুয়ারি, ২০২৫
প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ: ২০ জানুয়ারি ২০২৫
প্রেসিডেন্টের মেয়াদ: ৪ বছর (এক জন প্রার্থী সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট হতে পারেন।)
প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দল ও নির্বাচনী প্রতীক: রিপাবলিকান পার্টি [হাতি] এবং ডেমোক্র্যাট পার্টি [গাধা]
মোট প্রেসিডেন্ট প্রার্থী: ৬ জন। যার মধ্যে ডোনাল্ড ট্রাম্প [রিপাবলিকান] এবং কমলা হ্যারিস [ডেমোক্র্যাট] ছাড়াও আরও ৪ জন স্বতন্ত্র ও অন্যান্য দলীয় প্রার্থী রয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট / রানিংমেট: জেডি ভ্যান্স [রিপাবলিকান] এবং টিম ওয়ালজ [ডেমোক্র্যাট]
মোট ভোটার সংখ্যা: ২৪ কোটি ৪০ লাখ [৫০ টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিসহ]
মোট ইলেক্টোরাল কলেজ ভোট: ৫৩৮ টি [বিজয়ী হতে প্রয়োজন ২৭০টি]
নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট [৫০তম]: জেদি ভ্যান্স [রিপাবলিকান]
প্রেসিডেন্টের সরকারি বাসভবন: হোয়াইট হাউজ
আইনসভার নাম: কংগ্রেস
এক নজরে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য সমাহার দেখুন
আশাকরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এই ইনফোগ্রাফি টি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে থাকতে সহযোগিতা করবে।
Leave A Comment