-
Live MCQ™
ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন
ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট মূলত বিসিএস প্রিলিমিনারি টেস্টের আদলে অনুষ্ঠিত মডেল টেস্ট। Live MCQ™ অ্যাপে প্রতি শুক্রবার অনুষ্ঠিত এই মডেল টেস্টে যে কেউই কোন প্রকার প্যাকেজ ছাড়াই অংশ নিতে পারবেন।
১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড
ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট বাটন ফিচার এবং বিস্তারিত
ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট মূলত বিসিএস প্রিলিমিনারি টেস্টের আদলে অনুষ্ঠিত মডেল টেস্ট। Live MCQ™ অ্যাপে প্রতি শুক্রবার অনুষ্ঠিত এই মডেল টেস্টে যে কেউই কোন প্রকার প্যাকেজ ছাড়াই অংশ নিতে পারবেন। প্রতি শুক্রবার ২৪ ঘন্টার যেকোন সময়ই পরীক্ষাটি দেয়া যাবে। শুক্রবারে অনুষ্টিত পরীক্ষাটির ফলাফল শনিবার সকালে পাওয়া যাবে। ফলাফলে নিজের প্রাপ্ত নম্বর, হাজারো পরীক্ষার্থীর মাঝে নিজের অবস্থান জানার পাশাপাশি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর, নির্ভরযোগ্য উৎসসহ ব্যাখ্যা, এনালিটিক্স, প্রভৃতি দেখা যাবে।
চাকরির প্রস্তুতি হবে একদম ফ্রি-তে
Live MCQ™ প্লাটফর্মে প্যাকেজ ছাড়াই বা কোন প্রকার আর্থিক ব্যয় না করে সম্পূর্ণ ফ্রি-তে নিচের সেবাগুলো নিতে পারবেন যে কেউই। এছাড়া সম্পূর্ণ অ্যাপের সকল প্রিমিয়াম সার্ভিস ৭ দিন ফ্রি ট্রায়াল নেয়ার সুযোগ রয়েছে।
-
সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট
-
শুক্রবারের যেকোনো সময় পরীক্ষায় অংশ নেওয়া যায়
-
তাৎক্ষণিক ফলাফল প্রদান
-
হাজারো পরীক্ষার্থীর মাঝে নিজের অবস্থান যাচাই
-
সঠিক উত্তর ও ব্যাখ্যা
-
ডিটেইলড এনালিটিক্স
-
বিসিএস প্রিলিমিনারি স্ট্যান্ডার্ড
আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!
Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।
এখনো কনফিউশনে ভুগছেন?
FAQ পেজে আমাদের দেওয়া উত্তরগুলো দেখে আপনি সহজেই আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। যদি কিছু না বুঝতে পারেন, জানাবেন, আমরা সহায়তায় আছি!
আমি স্টাডি গ্রুপে যুক্ত হতে চাই। কীভাবে হবো?
স্টাডি গ্রুপে জয়েন করতে অ্যাপের হোমপেইজে “Study Group Section” অপশনে দেখুন।
লাইভ পরীক্ষা দিলে ফলাফল কীভাবে দেখে?
যে বাটনের লাইভ পরীক্ষা দিবেন লাইভ পরীক্ষার পর দিন সকালে ঐ বাটনের অধীনে “Result” অপশন থেকে ফলাফল দেখতে পারবেন।
লাইভ পরীক্ষা মিস হলে পরীক্ষাটি কি পরবর্তীতে দেয়া যাবে?
লাইভ পরীক্ষা মিস হলে, লাইভ পরীক্ষার তারিখের পরের দিন সকালে আর্কাইভে প্রশ্ন জমা হয়। আপনি আর্কাইভ থেকে যত খুশি ততবার পরীক্ষা দিয়ে ফলাফল ও ব্যাখ্যা সহকারে পড়ে নিতে পারবেন।
অ্যাপ থেকে পেমেন্ট করার পর প্যাকেজ চালু হয়েছে কিনা কীভাবে বুঝবো?
অ্যাপ থেকে পেমেন্ট করার পর অ্যাপ মেনু থেকে “Profile” অপশনে গেলেই প্যাকেজের নাম ও মেয়াদ দেখতে পারবেন।
লগইন মাধ্যম ভুলে গেলে আপনাদের অ্যাপে পুনরায় লগইন করার উপায় কী?
লগইন মাধ্যম ভুলে গেলেও আইডির তথ্য হারানোর কোন ভয় নেই। আপনার পূর্বের আইডির প্রোফাইলে দেয়া মোবাইল নাম্বারটি জানালেও আমাদের সার্ভার থেকে আপনার আইডির লগইন মাধ্যম খুজে বের করা যাবে।













































































