প্রিয় চাকরি প্রার্থীগণ শিক্ষা মন্ত্রনালয়ের উপ সহকারী বিদ্যুৎ, উপ সহকারী যান্ত্রিক এবং এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার তারিখ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন যে আজ ১২ জুন ২০২৪ তারিখ এই ৩ টি পদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। জুলাইয়ের ১-৮ তারিখ পর্যন্ত নির্দিষ্ট দিনে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর ধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্ধারিত দিনগুলোর প্রথম দিকে ৭ জুলাই পর্যন্ত উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদের জন্য ৩৬১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ৭ জুলাই থেকে পরবর্তী নির্দিষ্ট পরীক্ষার দিনগুলোতে উপ-সহকারী প্রকৌশলী (যন্ত্র) পদের ৯৬ জন এবং সর্বশেষ দিনে এস্টিমেটর পদের ৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত ০০০৫৩১ রোল নম্বরধারী একজন প্রার্থী যদি পরীক্ষার দিন তার নাগরিক সনদপত্র জমা দিতে ব্যার্থ হন তাহলে সেই প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষা মন্ত্রনালয়ের বিদ্যুৎ উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক উপ সহকারী প্রকৌশলী এবং এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার তারিখ নিম্নরূপ

Download Live MCQ App

মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের যে কাগজপত্রের মূলকপি এবং সত্যায়িত কপি জমা দিতে হবে

(ক) BPSC Form 5A [Applicant’s Copy] ও প্রবেশপত্র। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে
পারবেন না।
(খ) বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ।
(গ) বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ; বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
(ঘ) বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদ।
(ঙ) সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফাদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা
অপসারণ আদেশ।
(চ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র।
(ছ) আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে, প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সাবেক ও বর্তমান উভয় ঠিকানার সংশ্লিষ্ট কাউন্সিলর/পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদ।
(জ) অভিজ্ঞতার সনদ।
(ঝ) জাতীয় পরিচয়পত্র [NID] ও নাগরিকত্ব সনদ
(ঞ) পাসপোর্ট সাইজের ০৩ [তিন] কপি সত্যায়িত রঙ্গিন ছবি।