প্রিয় জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার (আরসি) পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীগণ আশাকরি ভালো আছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি এর ২০২১ সালভিত্তিক রুরাল ক্রেডিট অফিসার (আরসি) পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ টি পরীক্ষাকেন্দ্রে জনতা ব্যাংক রুরাল ক্রেডিট অফিসার (আরসি) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ৩ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
এক নজরে জনতা ব্যাংক রুরাল ক্রেডিট অফিসার (আরসি) পদের লিখিত পরীক্ষার সময়সূচি দেখুন
উল্লেখ্য যে গত ১০ জানুয়ারি ২০২৩ তারিখে ৩৫১ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে জনতা ব্যাংক রুরাল ক্রেডিট অফিসার (আরসি অফিসার) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই নিয়োগের Job ID – 10182 যা সরকারি বেতন স্কেল ১০, গ্রেডের অন্তর্ভুক্ত। পরবর্তীতে গত ২৮ জুন ২০২৪ তারিখে ঢাকা সিটি কর্পোরেশনের ভিভিন্ন কেন্দ্রে এই পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে সর্বমোট ৩৪৯০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এর ধারাবাহিকতায় গত ৯ আগস্ট উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের তৎকালীন উত্তাল পরিস্থিতির জন্য এই পরীক্ষাটি স্থগিত গোষণা করা হয়। দীর্ঘ ১ মাস পর আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার (আরসি অফিসার) নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ সম্পর্কে জানা গেল।
Leave A Comment