প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ হতে শুরু হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিঃ এর মাধ্যমে পর্যায়ক্রমে SMS দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রাদির মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে SMS এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
(ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র ও নম্বরপত্র
(খ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) / জন্ম নিবন্ধন সনদ।
(গ) লিখিত পরীক্ষার প্রবেশ পত্র।
উল্লেখ্য যে এখন পর্যন্ত তিন বারে ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। ১ম বার ২৭ অক্টোবর ২০২৪ থেকে ১৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করে সংস্থাটি। ২য় বারে ১৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এবং পরবর্তীতে ৩য় বারে ৫ ডিসেম্বর ২০২৪ থেকে ২ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সংস্থাটি।
১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ১ম, ২য় ও ৩য় ধাপের ভাইভা পরীক্ষার তারিখ
১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ৪র্থ ধাপের ভাইভা পরীক্ষার তারিখ
পূর্বে গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সর্বমোট ৮৩৮৬৫ জন পরীক্ষার্থী।
উল্লেখ্য যে গত ১২ এবং ১৩ জুলাই ২০২৪ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পূর্বে গত ১৫ মার্চ ২০২৪ তারিখে নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন জন পরীক্ষার্থী। যার মধ্য স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, স্কুল পর্যায়-২ এ ২৯ হাজার ৫১৬ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন।
Tnx
Welcome.