বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ক্রীড়ার আসর অলিম্পিক গেমস যেখানে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের প্রায় ২০৬ টি দেশের হাজারো খেলোয়াড় অংশগ্রহণ করে। চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব অলিম্পিক গেমস নিয়ে প্রয়োজনীয় সকল তথ্য জেনে নিন।

অলিম্পিক গেমস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য (সাধারণ জ্ঞান)

অলিম্পিক সংস্থা: নাম: International Olympic Committee (IOC)

 

প্রতিষ্ঠা: ২৩ জুন ১৮৯৪

সদর দপ্তর: লুজন সুইজারল্যান্ড

সদস্য: ২০৬ টি রাষ্ট্র

প্রেসিডেন্ট: থমাস বাখ

উদ্যোক্তা: ব্যারন পিয়ের দ্য কুবার্তা

আধুনিক অলিম্পিক এর মূলনীতি: “ক্ষীপ্রতা, উচ্চতা ও শক্তি”
দাপ্তরিক ভাষা:  ইংরেজি ও ফরাসি।
অলিম্পিকের জনক: ব্যারন পিয়ের দ্য কুবার্তা।
বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান: অলিম্পিক গেমস।
প্রাচীন অলিম্পিক শুরু হয়: ৭৭৬ খ্রিস্টপূর্বে গ্রিসে।
অলিম্পিক পতাকায় বৃত্ত রয়েছে:
  • ৫টি (ভিন্ন ভিন্ন রংয়ের বৃত্ত)
  • ৫ টি বৃত্ত দ্বারা ৫ টি মহাদেশকে বোঝায়।(এশিয়া = হলুদ; আমেরিকা = লাল; ইউরোপ =  নীল; আফ্রিকা =  কালো; ওশেনিয়া = সবুজ)
আধুনিক অলিম্পিকের পতাকার পরিকল্পনাকারী: ব্যারন পিয়ের দ্য কুবার্তা।
আধুনিক অলিম্পিকের অপর নাম: গ্রীষ্মকালীন অলিম্পিক।
অলিম্পিক জাদুঘর অবস্থিত: সুইজারল্যান্ডের লাউসানে।
আধুনিক অলিম্পিকের প্রথম আসর বসে: ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
অলিম্পিকের পতাকা প্রথম উত্তোলন করা হয়: ১৯২০ সালে; এন্টওয়ার্প অলিম্পিকে।
অলিম্পিকে মহিলাদের প্রথম অংশগ্রহণ: ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে।
অলিম্পিকে পুরুষদের সাঁতার প্রতিযোগিতা শুরু হয়: ১৮৯৬ সালে; এথেন্সে।
আধুনিক অলিম্পিকের সবচেয়ে বেশি আসর বসে: লন্ডনে; ১৯০৮, ১৯৪৮, ২০১২ সালে।
প্রথম ফুটবল খেলা অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়: ১৯০০ সালে; প্যারিস।
ওয়াটার পলো প্যারা অলিম্পিক আয়োজন করা হয়: প্রতিবন্ধীদের জন্য।
বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক আসর অনুষ্ঠিত হয়নি: ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে।
২০২৪ সালের ৩৩ তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস
  • ৩৩ তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক ফ্রান্সের রাজধানী প্যারিস।
  • প্যারিস অলিম্পিকে মোট খেলা ৩২টি আর ইভেন্ট রয়েছে ৩২৯টি। পদক জয়ের লড়াইয়ে অংশ নিচ্ছেন ২০৬ দেশের ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট।
  • গত ২৭ জুলাই প্রথম পদকের লড়াই অনুষ্ঠিত হয় শ্যুটিংয়ের মিক্সড টিম এয়ার রাইফেলে। ১১ আগস্ট মেয়েদের বাস্কেটবল ফাইনাল এবারের অলিম্পিকের শেষ ইভেন্ট।
  • পদক তালিকায় এক নম্বরে থেকে প্যারিস অলিম্পিক শেষ করেছে যুক্তরাষ্ট্র। সমান সংখ্যক স্বর্ণ জিতেও তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, তিন নম্বরে জাপান, চারে অস্ট্রেলিয়া এবং পাঁচে আয়োজক দেশ ফ্রান্স। 
  • পদকের ডিজাইনে রাখা হয়েছে প্যারিসের আইকন আইফেল টাওয়ারের টুকরো। এবারের পদকগুলো ডিজাইন করেছে বিখ্যাত লুইস ভিটন কোম্পানি।
  • এবারের গেমসের মাসকট ‘দ্য অলিম্পিক ফ্রাইরেজ’।
  • প্যারিস অলিম্পিকে প্রায় সাড়ে ১৪ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য ভিলেজ বানানো হয়েছে। এই ভিলেজের আয়তন প্রায় ৭০টি ফুটবল মাঠের সমান। ২০২৪ সালের অলিম্পিকের পরপরই রয়েছে প্যারা অলিম্পিক গেমস।
২০২৮ সালে ৩৪ তম আসর বসবে: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে।
বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে:
  • ২৩তম অলিম্পিকে; ১৯৮৪ সালের লস এঞ্জেলস আসরে।
  • এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশী ক্রীড়াবিদ অলিম্পিক গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
Live MCQ সম্পাদিত অলিম্পিক গেমস নিয়ে সাধারণ জ্ঞান ইনফোগ্রাফিক্স

৩৩তম অলিম্পিক গেমস – এ সেরা ১০টি দেশের পদক তালিকা

দেশ সোনা রূপা ব্রোঞ্জ সর্বমোট
যুক্তরাষ্ট্র ৪০ ৪৪ ৪২ ১২৬
চীন ৪০ ২৭ ২৪ ৯১
জাপান ২০ ১২ ১৩ ৪৫
অস্ট্রেলিয়া ১৮ ১৯ ১৬ ৫৩
ফ্রান্স ১৬ ২৬ ২২ ৬৪
নেদারল্যান্ডস ১৫ ১২ ৩৪
গ্রেট ব্রিটেন ১৪ ২২ ২৯ ৬৫
দক্ষিণ কোরিয়া ১৩ ১০ ৩২
ইতালি ১২ ১৩ ১৫ ৪০
জার্মানি ১২ ১৩ ৩৩

অলেম্পিক গেমস নিয়ে সচরাচর জিজ্ঞাসা করা কিছু প্রশ্নের উত্তর:

চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অলিম্পিক গেমস নিয়ে সচরাচর জিজ্ঞাসা করা কিছু প্রশ্নের উত্তর নিম্নে দেওয়া হল:

প্রশ্ন: আধুনিক অলিম্পিক গেমসের জনক কে?

উত্তর: আধুনিক অলিম্পিক গেমস এর জনক ব্যরন পিয়ারে দ্য কুবার্তা।

প্রশ্ন: অলিম্পিক গেমস এর মটো কি?

উত্তর: অলিম্পিক গেমস এর মটো “ক্ষীপ্রতা, উচ্চতা ও শক্তি”।

প্রশ্ন: ২০২৮ সালে অলিম্পিক কোথায় হবে?

উত্তর: ২০২৮ সালের অলিম্পিক যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।

প্রশ্ন: অলিম্পিকে কি কি খেলা হয়?

উত্তর: অলিম্পিকে দৌড়, সাঁতার, বাস্কেটবল, সাইকেলিং, ফুটবল, ক্রিকেট ফিল্ড হকি, টেনিস, কুস্তি,  ক্রস-কান্ট্রি স্কিইং, ফিগার স্কেটিং, আইস হকি, যুগ্ম নর্ডিক, স্কি লাফ, এবং দ্রুত স্কেটিং সহ নানা ধরনের খেলা হয়ে থাকে।

প্রশ্ন: সর্বশেষ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: সর্বশেষ অলিম্পিক গেমস ২০২৪ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়।

প্রশ্ন: ২০৩২ সালের অলিম্পিক গেমস কোথায় হবে?

উত্তর: ২০৩২ সালের অলিম্পিক গেমস অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হয়।