ব্লগRoutine১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্স

১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্স

প্রিয় আইনজীবী সুহৃদগণ, Live MCQ টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। আমরা জানি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজেএস পরীক্ষাটি অত্যন্ত প্রতিযোগীতাপূর্ণ। আর এতে সফল হওয়ার জন্য অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা ১৬ ও ১৭তম বিজেএস প্রস্তুতির প্রোগ্রাম সফলভাবে শেষ করেছি। তারই ধারাবাহিকতায় ১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য Live MCQ থেকে একটি লং কোর্সের আয়োজন করা হচ্ছে। নির্দিষ্ট রুটিন অনুসারে লাইভ পরীক্ষা ও ক্লাস দিয়ে সাজানো এই কোর্সটির মাধ্যমে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। ১০০টি লাইভ পরীক্ষা এবং ৪২টি ক্লাস নিয়ে সাজানো Live MCQ- এর ‘১৮তম বিজেএস (BJS) প্রিলি প্রস্তুতি লং কোর্স

১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্সের রুটিনে থাকছে-

  • মোট লাইভ পরীক্ষা: ১০০টি
  • আইন বিষয়ক – ৩৮টি
  • জেনারেল পার্ট – ৪০টি
  • রিভিশন পরীক্ষা – ১০টি
  • ফুল মডেল টেস্ট – ১২টি
  • পরীক্ষা শুরু: ১ অক্টোবর, ২০২৪
  • আরও রয়েছে-
  • মোট ভিডিয়ো ক্লাস: ৪২টি (বার ও বিজেএস) [প্রয়োজন অনুসারে বাড়ানো হতে পারে]
  • জেনারেল পার্টের ক্লাস: ৬০০+ (সাবজেক্ট কেয়ারের সকল ক্লাস) [ধারাবাহিকভাবে নতুন ক্লাস সংযোজন হচ্ছে]
  • বার ও বিজেএস জব সল্যুশন: ২২টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
  • আর্কাইভে প্রশ্নসংখ্যা: ৮ হাজার+ (প্যাকেজের সাথে LIVE MCQ-এর BJS সিলেবাস সংশ্লিষ্ট সাবজেক্ট কেয়ার বাটনের ক্লাস ও পরীক্ষা ফ্রি থাকবে)
    তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্স রুটিন PDF ডাউনলোড করুন

১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্স রুটিন

১৮তম BJS রুটিন ১
১৮তম BJS রুটিন ২
১৮তম BJS রুটিন ৩
১৮তম BJS রুটিন ৪
১৮তম BJS রুটিন ৫
১৮তম BJS রুটিন ৬
১৮তম BJS রুটিন ৭
১৮তম BJS রুটিন ৮
১৮তম BJS রুটিন ৯
১৮তম BJS রুটিন ১০
১৮তম BJS রুটিন ১১
১৮তম BJS রুটিন ১২
১৮তম BJS রুটিন ১৩
১৮তম BJS রুটিন ১৪
১৮তম BJS রুটিন ১৫
১৮তম BJS রুটিন ১৬
১৮তম BJS রুটিন ১৭

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।