ব্লগBlogনন-ক্যাডার পদগুলো সম্পর্কে জানতে চাই

নন-ক্যাডার পদগুলো সম্পর্কে জানতে চাই

প্রথমত, নন-ক্যাডার ৯ম গ্রেডের জেনারেল পদগুলো ভালো। সবগুলোতে কম-বেশি সুবিধা রয়েছে। জেনারেলগুলোতে টেকনিক্যালগুলোর তুলনায় একটু বেশি সুযোগ-সুবিধা পাওয়া যায়।

দ্বিতীয়ত, ১০ম গ্রেডের কয়েকটি খুব ভালো জব রয়েছে। এগুলো অনেকেই ৯ম গ্রেড থেকে এগিয়ে রাখে। যেমন- সহকারী রাজস্ব কর্মকর্তা।

নন-ক্যাডার ৯ম গ্রেডের কতিপয় ভালো পদ:
> সাবরেজিস্ট্রার- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তর।
> সহকারী পরিচালক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
> সহকারী পরিচালক- বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।
> সহকারী পরিচালক- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
> উপজেলা নির্বাচন কর্মকর্তা- নির্বাচন কমিশন।
> উপজেলা সমাজসেবা কর্মকর্তা- সমাজসেবা অধিদপ্তর।

নন-ক্যাডার ১০ম গ্রেডের কতিপয় ভালো পদ:
> সহকারী রাজস্ব কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ড।
> কর পরিদর্শক, জাতীয় রাজস্ব বোর্ড।
> এসএএস সুপারিনটেনডেন্ট, বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।